শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রেমিক যুগল আটক

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ের পর ঘরসংসার করাকালে প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে নুরুল হক সরকারের কন্যা কলেজ ছাত্রী নিশাত লায়লা ওরফে নিপা বেগমের (১৮) সাথে একই ওয়ার্ডের প্রতিবেশী আঃ রাজ্জাকের পুত্র শাহীন মিয়ার (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ে প্রেমে জড়িয়ে পড়ায় কোনো অপ্রীতিকর ঘটনার হাত থেকে রেহাই পেতে তড়িঘড়ি করে প্রায় দুই মাস পূর্বে উপজেলার সুবর্ণদহ গ্রামের মরহুম আলহাজ আঃ রহমান ব্যাপারীর পুত্র ফিরোজ মিয়া ওরফে সাদ্দামের সাথে পারিবারিক ও আনুষ্ঠানিকভাবে নিপার বিয়ে দেন তার পিতা। কিন্তু বিয়ের ৭ দিন যেতে না যেতেই গত ১৭ জুলাই রাতে স্বামীর বাড়ি থেকে প্রেমিক শাহীন মিয়ার হাত ধরে গোপনে পালিয়ে যায় নিপা। এরপর স্বামী সাদ্দামকে ডিভোর্স দিয়ে রেজিস্ট্রিমূলে শাহীন ও নিপা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে দুজনে ঢাকায় গিয়ে সুখে ঘরসংসার করতে থাকে। অপরদিকে নিপা নিখোঁজের পর দিন ১৮ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নুরুল হক। এরপর থেকে মেয়ের সন্ধান চালিয়ে যেতে থাকে তার পরিবার। অবশেষে ছেলেমেয়ের অবস্থান জানতে পেরে গত ৬ সেপ্টেম্বর নারী শিশু নির্যাতন ও অপহরণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন নুরুল হক। মামলার সূত্র ধরে সুন্দরগঞ্জ থানা পুলিশ গত বুধবার ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় প্রেমিকযুগলকে আটক করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন