শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাচার কালে ট্রাক বোঝাই কাঠ আটক

কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১:৪১ পিএম

পাচার কালে ট্রাক বোঝাই কাঠ আটক। রাঙ্গামাটি জেলার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির কলাবাগান নামক এলাকায় একটি সংঘবদ্ধ দল বুধবার(৭ এপ্রিল) ভোর ৬টায় মিনিট্রাক (ঢাকা মেট্রো-ড) বোঝাই করে সেগুন,গামার ও কড়াই গোল কাঠ পাচার করার সময় আটক করা হয়। ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা তানজিল উর রহমান জানান, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্(ডিএফও) নির্দেশ মোতাবেক ট্রাকসহ কাঠগুলো আটক করা হয়। ৪৩টুকরা ৬০ঘন ফুট কাঠ যার বাজার মূল্য প্রায় ৫০হাজার টাকা বলে কর্মকর্তা উল্লেখ করেন। এ ব্যাপারে একটি বন মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন