শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় লকডাউনের তৃতীয়দিনে ২৫ মামলা, ২১ হাজার ৮০০ টাকা জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৬:৫০ পিএম

লকডাউনের তৃতীয় দিনে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৫ টি মামলা ও ২১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ব স্ব উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গণ অভিযান পরিচালনা করেন।

এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসারের সদস্যরা। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন