শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আক্কেলপুরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী

জয়পুরহাট সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৭:৩৬ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। বিয়ে করতে আসা বর শ্রীঘরে।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পৌর সদরের কেশবপুর দেওয়ানপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহের প্রস্তুতি চলছে। এমন সংবাদের ভিত্তিতে হঠাৎ উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান। এমসয় ইউএনও মেয়ের পরিবারের লোকজনদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন। পরে বিয়ে করতে আসা বর পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর গন্ধর্বপুর গ্রামের লয়েজ উদ্দিনের পুত্র এরশাদ আলী (২১) কে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন, ‘বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও বাল্য বিবাহ সামাজিক ব্যাধি। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন