শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে এজিইউএইচ প্রধান ইমতিয়াজসহ নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

কাশ্মীরে পৃথক দুইটি সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত সাত জঙ্গির মধ্যে আনসার গাজওয়াত-উল-হিন্দের (এজিইউএইচ) প্রধান ইমতিয়াজ শাহও আছেন বলে জানা গেছে। এক পুলিশ মুখপাত্রের বরাতে শুক্রবার এ খবর দিয়েছে ইন্ডিয়া ব্লুমস। এদিকে গুজব ছড়ানো প্রতিরোধে শোপিয়ান ও পুলওয়ামা জেলায় মোবাইল ইন্টারনেট স্থগিত করা হয়েছে। খবরে প্রকাশ, শুক্রবার জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস, কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরএফের সমন্বয়ে গঠিত একটি যৌথবাহিনী দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ানে অভিযান চালায়। এসময় পৃথক দুইটি সংঘর্ষের ঘটনায় সাত জঙ্গি নিহত হয়। সফল অপারেশনের জন্য ভারতের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। পুলিশের ওই মুখপাত্র বলেন, নউবুগের দিকে যাওয়া-আসার সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছিল। ভোরের প্রথম আলোতে যখন নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল তখন সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। বাহিনীও পাল্টা গুলি চালায়। সংঘর্ষের সময় দুই জঙ্গি নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ইমতিয়াজ শাহ ছিলেন। আরেকটি সংঘর্ষে বাকি জঙ্গিরা নিহত হয়। ইন্ডিয়া ব্লুমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন