শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাড়া ফেলল ‘বিশেষ রাজনৈতিক দলের’ বিরুদ্ধে অঞ্জন দত্তের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:২০ পিএম

'এই দুনিয়া কোনওদিন হবে না স্বর্গরাজ্য...'

গানের শুরুতেই বাস্তবের চিত্র তুলে ধরেছেন অঞ্জন দত্ত। মিথ্যে প্রতিশ্রুতি নয়। বুঝিয়ে দিলেন ভোটের পর প্রেক্ষাপট বদলে যায় শুধু। তারপরেও চলবে প্রতিদিনের অশান্তি, সংশয়। একুশের নির্বাচনের চতুর্থ দফার ভোটের প্রাককালে ভাইরাল হয় এই গান। যেখানে গায়ক বলছেন এক জায়গায়, 'আজ তোমার আমার সামনে খুবই বড় একটা সিদ্ধান্ত... ভবিষ্যতে কী থাকবে, কী থাকবে না সাম্প্রদায়িক ভয়... ঝগড়াঝাটি করেও একসাথে বাঁচার যে আনন্দ, সেই আনন্দ চলে যেতেও পারে তোমারই পাড়ায়...' গানের মধ্যে তুলে ধরেছেন সাম্প্রতিক কিছু ঘটনা। বিগত ৭ বছরে যা দেশের ভিত নাড়িয়ে দিয়েছে। দিল্লির উপকণ্ঠে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলন থেকে শুরু করে এক রাত্তিরে নোটের রঙ বদলে যাওয়ার ঘটনা তুলে ধরেছেন। ধর্মনিরপেক্ষ দেশে সংবিধান বিরোধী যে কাজ সমানে চলছে, তার প্রতিবাদও করেছেন অঞ্জন দত্ত। গানের মাঝে স্পষ্ট জানিয়েছেন, এই গান কোনও দলের হয়ে কথা বলছে না। বরং এটা একটি নির্দিষ্ট দলের বিরোধিতা করে লেখা এই গান। অঞ্জন দত্ত বুঝিয়ে দিয়েছেন সেই 'বিশেষ' দল ক্ষমতায় এলে, বাস্তবিকই দুঃসময় ঘনিয়ে আসবে রাজ্যে। যেমন গানের শেষে তুলে ধরা হয়েছে ফ্যাসিবাদের কথা। জাতীয়তাবাদ যখন জাতিকে ভয় দেখায়, সেই সময়ের কথা। বর্ণ বিদ্বেষের কথা। ভোটের আগেই অনির্বাণ ভট্টাচার্যের লেখা 'নিজেদের মতে, নিজেদের গান' শোরগোল ফেলেছিল সর্বত্র। তার কয়েকদিন পরেই অঞ্জন দত্তের গান, যেন নতুন করে ভাবাচ্ছে 'কিংকর্তব্যবিমূঢ়'দের। এই গান সময়োপযুক্ত বলেই, মত গান-প্রেমীদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন