নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগীতায় টাকার মূল মালিককে ফিরিয়ে দেয়া হয়।
জানা যায়, গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগ ভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে যান। পরে লেগুনার অপর যাত্রী শাহ আলম টাকা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রমাণ করার পর টাকা মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন, পূর্ব রাজারগাঁও ইউনিয়নের সদস্য ইসমাইল শেখ ও মো. জুলহাস প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন