বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

খাবার পাচ্ছে না মানুষ বাড়ছে বুভুক্ষুর সংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

একে করোনা মহামারি, তার ওপর সেনা সরকার বিরোধী বিক্ষোভ। দুইয়ে মিলে মিয়ানমারে সাধারণ মানুষ খাবার পাচ্ছেন না। সেখানে প্রতিনিয়ত বাড়ছে অত্যন্ত ক্ষুধার্ত অর্থাৎ বুভুক্ষু মানুষের সংখ্যা। জাতিসংঘ জানিয়েছে, এখনই ১৩ লাখ মানুষ অভুক্ত। ছয় মাসে তা বেড়ে হবে প্রায় ৪০ লাখ। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম মিয়ানমারের ভয়াবহ এ পরিস্থিতির কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, এখনই ১৩ লাখ অভুক্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে হচ্ছে। ছয় মাসের মধ্যে অভুক্ত মানুষের সংখ্যাটা ৩০ থেকে ৪০ লাখ হতে পারে বলে তারা জানিয়েছে। জাতিসংঘের ওই সংস্থা জানিয়েছে- করোনা, সেনা অভ্যুত্থান ও দারিদ্রের কারণে এই অবস্থা। আড়াই লাখ মানুষ গৃহহীন। দেশের প্রধান শহর ইয়াঙ্গুনের গরিব মানুষরা কেউ একবেলা খাচ্ছেন, কেউ সারাদিনে খুব সামান্য খাবার জোগাড় করতে পারছেন। করোনা ও অভ্যুত্থানের জেরে প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন। ছবিতে ফেলে দেয়া খাবারের খোঁজ চলছে। জিনিসের দামও মাত্রাছাড়া জায়গায় চলে গেছে। ফলে গরিব মানুষের পক্ষে বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। এদিকে মিয়ানমারের ব্যাংকগুলোর সামনে দেখা গেছে লম্বা লাইন। সামান্য পুঁজি থেকে কিছুটা তুলে খাবার কেনার রসদ জোগাড় করার অপেক্ষায় থাকতে দেখা গেছে মানুষজনকে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, মিয়ানমারের অভুক্ত মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য তাদের আট কোটি ৮০ লাখ ইউরো প্রয়োজন। ডয়চে ভেলে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন