শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মার্কিন ঘোষণাকে প্রত্যাখ্যান তুরস্কের

গণহত্যা নয়, বরং তা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক সংঘাতের ফল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১৯১৫ সালের আর্মেনিয়া গণহত্যাকে স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রত্যাখ্যানের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, উগ্র আর্মেনিয়ান চক্র ও তুর্কিবিরোধী গোষ্ঠীগুলোর চাপে ২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে ১৯১৫ সালের ঘটনাকে কঠিন শব্দে বর্ণনা আমরা প্রত্যাখ্যান ও নিন্দা করছি। বিবৃতিতে বলা হয়, ১৯১৫ সালের ঘটনা আন্তর্জাতিক আইন অনুসারে গণহত্যা হিসেবে বর্ণনার কোনো শর্তই প‚রণ করেনি। বিবৃতিতে আরো বলা হয়, ১৯১৫ সালের ঘটনার প্রকৃতি বর্তমান রাজনীতিবিদদের রাজনৈতিক লক্ষ্য বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার পরিবর্তন করেনি। এই দৃষ্টিভঙ্গি শুধু ইতিহাসের এক নোংরা মিথ্যাচারেরই সহায়ক হবে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, সভ্যতার স‚তিকাগার খ্যাত অঞ্চলের কেন্দ্রে থাকা দেশ হিসেবে এবং সকল দুর্ভোগ সত্তে¡ও মানবতার শান্তি ও স্বস্তির জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দেশ হিসেবে, তুরস্ক কখনোই তার ইতিহাসের মুখোমুখি হওয়া এড়িয়ে যায়নি এবং যুক্তরাষ্ট্রসহ এই বিষয়ে অন্য কোনো দেশ থেকেই শিক্ষা নেবে না। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি স্বীকৃতির গুরুতর ভুলকে সংশোধনের আহবান জানানো হয়। পরে শনিবার বাইডেনের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তুরস্কে মার্কিন দ‚তকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে শনিবার এক বিবৃতিতে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১৯১৫ সালে তৎকালীন উসমানিয়া সাম্রাজ্যের প‚র্বপ্রান্তে আর্মেনীয় জাতিগোষ্ঠীর আবাসে সংগঠিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেন, আজ থেকে ১০৬ বছর আগে শুরু হওয়া গণহত্যায় যেসব আর্মেনিয়ান নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আমেরিকার জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানায়। খবরে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি অটোমানদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জড়ো হয় হাজারো মানুষ। দিনটিকে নানাভাবে স্মরণ করেন তারা। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিপুল পরিমাণে আর্মেনীয়কে নির্বাসনে পাঠিয়েছিল অটোমানরা। পরে, বিভিন্ন রোগে ও অনাহারে মারা যান অনেকে। আর্মেনীয়দের দাবি, ওই হত্যাযজ্ঞে অন্তত ১৫ লাখ মানুষ মারা গেছেন। যদিও তুরস্কের অনুমান মৃতের সংখ্যা এর পাঁচ ভাগের এক ভাগ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘আমাদের ইতিহাসের বিষয়ে কারও কাছ থেকে শিখব না আমরা।’ এছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারার ‘তীব্র প্রতিক্রিয়া’ জানাতে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদ‚তকে ডেকে পাঠিয়েছে। বøুমবার্গ জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে সা¤প্রতিক ফোনালাপে আর্মেনীয় গণহত্যার প্রসঙ্গটি সামনে আনেন জো বাইডেন। গত জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর এই প্রথম দুই নেতা কথা বললেন। এছাড়া বাইডেন এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র জেলিনা পোর্টার। তিনি বলেছিলেন, ‘আর্মেনিয়ান গণহত্যার বিষয়ে আগামীকাল ঘোষণা আসতে পারে।’ তবে তুরস্ক বরাবরই বলে আসছে যে, তৎকালীন অটোমান সাম্রাজ্যে যে আর্মেনীয়দের জাতিগত হত্যা ও বহিষ্কার করা হয়েছিল, তা গণহত্যা নয়, বরং তা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক সংঘাতের ফল। আনাদোলু এজেন্সি, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Shahadat Hossain ২৬ এপ্রিল, ২০২১, ১:৪১ এএম says : 0
১০৬ বছর আগের বিশ্বযুদ্ধের হত্যা নিয়ে কাহিনী মারে,আর গত দুই দশক ধরে যে আফগান,ইরাকে গণহত্যা চালিয়েছে সেটার খবর নাই।
Total Reply(0)
Md. Masum Parves ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 0
এটা একটা গণহত্যা সন্দেহ নাই। আরও অনেক গণহত্যার স্বীকৃতি দেয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের নিজের প্রতিষ্ঠাই অনেকগুলো গণহত্যার উপড় দাঁড়িয়ে।
Total Reply(0)
Abdullah Al Masud ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 0
আমেরিকার ইতিহাস, গণহত্যার ইতিহাস। আমেরিকা মানেই গণহত্যাকারী রাষ্ট্র। ট্রাম্পের থেকে ভয়ংকর বাইডেন
Total Reply(0)
রক্তিম সূর্য ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 0
ইনশাআল্লাহ আগামী বিশ্বের নেতৃত্ব দিবে তুরস্ক, আর এরদোয়ান হবে মুসলিম বিশ্বের নতুন সুলতান
Total Reply(0)
Moh'd Sanaullah Azad ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৪ এএম says : 0
গণহত্যা আমে‌রিকা ক‌রে যা‌চ্ছে প্র‌তি‌নিয়ত।আফগা‌নিস্তান,ইরাক,‌সি‌রিয়া,‌ভি‌য়েতনামসহ বি‌শ্বের নানা প্রা‌ন্তে নিজ স্বা‌র্থের জন্য ওরা যে প্র‌তি‌নিয়ত নির্মম হত্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে/ঘটা‌চ্ছে তা কি গণহত্যা নয়?আ‌মে‌রিকার মানবা‌ধিকার নী‌তি হল ভন্ডামী‌তে প‌রিপূর্ণ।
Total Reply(0)
Habibur Rahman ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৪ এএম says : 0
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কর্তৃক সিপাহি গনহত্যা, যুক্তরাষ্ট্র কতৃক ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক ও লিবিয়া গনহত্যা, ফ্রান্স কতৃক আলজেরিয়ার গনহত্যার স্বীকৃতি সময়ের দাবি
Total Reply(0)
Masum Rashid Chowdhury ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৪ এএম says : 0
ইরাকের গণহত্যাকে কখন স্বীকৃতি দেয়া হবে ? যেটার জন্য দ্বায়ী স্বয়ং আমেরিকা , বৃটেন ?
Total Reply(0)
রোদেলা সকাল ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৫ এএম says : 0
আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা করেছিল। এতে লাখ লাখ মানুষ মারা গেছে। তাহলে একে কি বলা যায়?
Total Reply(0)
Zafar Imam Emu ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৫ এএম says : 0
যুক্তরাষ্ট্র নিজে কত গণহত্যার সাথে যুক্ত, সেগুলো স্বীকার না করে তুরস্কের খুত ধরাটা যথেষ্ট হাস্যকর।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন