শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বাদী হয়ে এ রিট করেন। আজ (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে রিটটির ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধান পরিপন্থি। এ কারণে রিট দায়ের করেছি। রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়েছে। সেই সঙ্গে পুনরায় লকডাউন না দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Habib Hasan ২৬ এপ্রিল, ২০২১, ১২:১২ পিএম says : 0
When the need arises to safeguard the people of Bangladesh, Govt. hods all the authority to take any action as needed. Through out the world, in al the countries, all the Govt.s are doing the same thing. Why you are anti Lock down? What purpose you do serve?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন