জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বাদী হয়ে এ রিট করেন। আজ (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে রিটটির ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধান পরিপন্থি। এ কারণে রিট দায়ের করেছি। রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়েছে। সেই সঙ্গে পুনরায় লকডাউন না দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন