শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মধ্যরাতে হেফাজতে ওলটপালট, সেহেরিতে কমিটি

চট্টগ্রাম ব্যুরো ও হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ৮:৩৫ এএম | আপডেট : ৯:১৭ এএম, ২৬ এপ্রিল, ২০২১

মধ্যরাতে হেফাজতে ইসলামে ভাঙ্গাগড়া হয়েছে। কমিটি বিলুপ্তির সাড়ে তিন ঘণ্টা পর সেহেরিতে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি।
হেফাজতে ইসলামের সদ্যসাবেক আমির শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীকে আহবায়ক করে পাঁচ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির অন্য চারজন হলেন আল্লামা মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।
তার আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় রাতভর হেফাজতে ইসলামে চলে ভাঙ্গাগড়া, নানা নাটকীয়তা।
প্রত্যক্ষদর্শীরা জানান রাতভর মাদরাসা এলাকার ভেতরে বাইরে আইন-শৃঙখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উর্ধতন কর্মকর্তাদেরও দেখা যায় সেখানে। এতে মাদরাসার ছাত্র শিক্ষকসহ স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। নেতারা গ্রেফতার হচ্ছেন এমন আশঙ্কা জানান অনেকে।
মাদরাসার বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে একজন উর্ধতন কর্মকর্তা জানান, হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে গ্রেফতার প্রস্তুতি ছিলো। তবে কমিটি বিলুপ্ত করায় গ্রেফতার অভিযান শেষ পর্যন্ত হয়নি। তবে ওই কর্মকর্তা জানান, মাদরাসা ঘিরে তাদের সার্বক্ষণিক নজরদারি আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তি পদক্ষেপ নেবেন।
এদিকে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। পরে ভোর চারটার দিকে জানানো হয়, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।
আজ সোমবার আহবায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হেফাজত নেতারা। আহবায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারাদেশে নতুন কমিটি গঠন করবে।
মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন।
তার আগে রাত ১১টায় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন জুনাইদ বাবুনগরী। রোববার রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাবুনগরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
গত বছরের ১৫ নভেম্বর জুনাইদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (14)
হেদায়েতুর রহমান ২৬ এপ্রিল, ২০২১, ১০:২৩ এএম says : 0
হেফাজত বিলুপ্তির খুশিতে যারা হেসেছিলো তাদের জন্য এক বালতি সমবেদনা
Total Reply(0)
Saad Al Mamun Sharif ২৬ এপ্রিল, ২০২১, ১০:২৪ এএম says : 0
আলহামদুলিল্লাহ, আমিরে হেফাজত এর খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কে মুবারকবাদ
Total Reply(0)
Md Monir ২৬ এপ্রিল, ২০২১, ১০:২৪ এএম says : 1
ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম আছে থাকবে
Total Reply(0)
Samiul Hasan ২৬ এপ্রিল, ২০২১, ১০:২৬ এএম says : 0
পুরাতন কমিটি বিলুপ্ত দেখে বামপাড়ায় হৈচৈ শুরু হয়ে গেছিলো।এ যেন ঈদের চাঁদ উঠেছে। কিন্তু আহ্বায়ক কমিটি গঠন করে বামপাড়া এবং মিড়িয়া পাড়ার ঈদ পালন করতে দিলোনা। ঈদের আগে সব ভেস্তে গেলো।
Total Reply(0)
HM Kofil ২৬ এপ্রিল, ২০২১, ১০:২৭ এএম says : 0
মধ্য রাতে তাহাজ্জুদ পরে আল্লাহ্ কাছে দোয়া করে শুরু করেছে
Total Reply(0)
Md Saiful Islam ২৬ এপ্রিল, ২০২১, ১০:২৮ এএম says : 0
সেহরির সময়টা হলো বরকতময়, তাই আশা করি বরকতময় হবে।
Total Reply(0)
Rofiqul Islam ২৬ এপ্রিল, ২০২১, ১০:৩১ এএম says : 2
জাগবে আবার নতুন করে
Total Reply(0)
Mohammed Abdur Rahman ২৬ এপ্রিল, ২০২১, ১০:৩২ এএম says : 1
ধন্যবাদ আমীরে হেফাজত ৷ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷
Total Reply(0)
এজাজুল করিম ২৬ এপ্রিল, ২০২১, ১০:৫২ এএম says : 2
হেফাজতের শক্তি পরীক্ষিত। ইনশা আল্লাহ হেফাজত আবার ঘুরে দাঁড়াবে।
Total Reply(0)
md faruk ২৬ এপ্রিল, ২০২১, ৩:১৫ পিএম says : 1
এই হল আমাদের রাষ্ট্রীয় বাকস্বাধীনতা.....!দেশ ও ইসলামের স্বার্থে গঠিত অরাজনৈতিক সংগঠন হেফাজত আজ সরকারের রোষানলে পড়ে কেন্দ্রীয় কমিটি বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন। নতুবা হামলা-মামলা......!আর হেফাজত আমিরের তো এই বয়সে রিমান্ড এবং জেল-জুলুম সহ্য করার যে,ক্ষমতা নেই সরকার বাহাদুর ভালো করে জানেন বলেই মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত হামলা-মামলা অতঃপর নাটকীয়তার সাথে হেফাজত কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা। তবে কারোই খুশি হওয়ার কিছু নেই.......!ومكروا ومكرالله والله خيرالماكرين........!
Total Reply(0)
Adil Abu ২৬ এপ্রিল, ২০২১, ৭:৫১ পিএম says : 3
আওয়ামী লীগ গত একযুগ শুধু বিভিন্ন দল ভাঙ্গার জন্য প্রাণপণচেষ্টা চালিয়ে যাচ্ছে। একবার জামাত, আবার বিএনপি, আবার হেফাজত।
Total Reply(0)
Masud Rana ২৬ এপ্রিল, ২০২১, ৭:৫১ পিএম says : 1
ইসলাম থেকে রাজনীতি কি আলেদা ? আওয়ামী লীগ বিএনপি কিম্বা বাংলাদেশে বর্তমানে যে রাজনীতির চর্চা চলছে সেটা কি রাজনীতি ? এই #অপরাজনীতি দেখে ইসলামীক কল্যাণকর রাজনীতি থেকে দূরে থাকা কি উচিৎ !! রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না নিলে ইসলামীক কল্যাণকর রাজনৈতিক চিন্তাচেতনা সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব !!
Total Reply(0)
নীল কাব্য ২৬ এপ্রিল, ২০২১, ৭:৫২ পিএম says : 1
হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা সময়োপযোগী সিদ্ধান্তঃ! মনে রাখতে হবে বিলুপ্ত মানেই শেষ নয় বরং ঘুরে দাড়াতে কখনো কখনো একটু পেছন থেকে শুরু করতে হয়। সব ভাঙ্গা মানে শেষ নয় কিছু ভাঙা মানে জীবনের শুরু হয়।
Total Reply(0)
মোঃ আব্দুল হান্নান ২৯ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম says : 1
তাছাড়া তো উপায় নাই। সময়োপযোগী সিদ্ধান্তের জন্য বাবু নগরীকে ধন্যবাদ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন