পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে সরবরাহ করার অভিযোগে আড়াই মন চিংড়ি জব্দ পূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা সদরের শিবসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ১শ কেজি চিংড়ি জব্দ করেন। পরে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। এছাড়া চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি সরবরাহ করার অভিযোগে চিংড়ি ব্যবসায়ী আমুরকাটা গ্রামের বীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে হরিদাশ মন্ডল (৩৫) ও শান্তিরাম মন্ডলের ছেলে দীপংকর মন্ডল (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী মৃদুল সরদার, মঞ্জুরুল ইসলাম ও নীলাদ্রী শেখর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন