খুলনার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম'র চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর একটি টিম। আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, তেরখাদা দক্ষিণপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মাওলানা মোঃ হাবিব মাসুদ রেজা (২৮), ঝালকাঠির নলসিটির দহরা গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ আবু বক্কর সিকদার (২০), দিনাজপুরের বিরলের মাধবকাঠির শাহাদাত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১) এবং নড়াইলের লোহাগড়ার নালিয়ার আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩১)।
তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন