শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি- বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে লড়াইয়ে হেরে গেছে। মমতা ব্যানার্জির কাছ থেকে ক্ষমতা দখলে ব্যর্থ হলেও গেরুয়া দলটি এই প্রথমবার পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। বিদায়ী বিধানসভায় তাদের মাত্র তিনজন নির্বাচিত বিধায়ক ছিল। এবার বিজেপি পশ্চিমবঙ্গে ৭৭ জন বিধায়ক পেয়েছে। সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেস ও বামপন্থীরা সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার ফলে ওই রাজ্যের সংসদীয় রাজনীতিতে ‘অপোজিশন স্পেস’-টাও এখন পুরোপুরি বিজেপির দখলে। একটা লক্ষ্যণীয় বিষয় হলো সিপিএমসহ যে বাম দলগুলো ও কংগ্রেসকে হঠিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেল, নির্বাচনে জিততে না-পারার জন্য বিজেপি কিন্তু প্রাথমিকভাবে তাদেরই দুষছে। দলীয় নেতৃত্বর অনুমান, বামপন্থী ও কংগ্রেসিদের ভোট ঢালাওভাবে তৃণমূলের দিকে যাওয়ার জন্যই তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এবিপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন