অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত তাণ্ডব চলছে। এর মধ্যেই ইসরাইয়েলের রাজধানী তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর। বিবিসি জানিয়েছে, সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনীতিকদের আহ্বানের মধ্যেই শনিবার তেল আবিবে পৌঁছান তিনি।
দুই পক্ষকে অস্ত্র বিরতিতে রাজি করাতে ইসরাইল, ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন হাদি আমর। রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তার এই সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিকরা।
ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, হাদি আমরের এই সফরের লক্ষ্য হল ‘একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করা।’
গত সোমবার শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি পক্ষের ১৪৩ জন এবং ইসরায়েলের ৮ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছে ছয় শতাধিক। গাজায় ইসরায়েলি বিমান হামলার পাল্টায় হামাস যোদ্ধাদের রকেট ছোড়া অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে রমজান মাসের শুরু থেকেই। পূর্ব জেরুজালেমে উচ্ছেদ তৎপরতাকে কেন্দ্র করে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনারা। মসজিদে ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করার পর ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদে সংঘর্ষে শতাধিক আহত হলে প্রতিবাদে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস। সূত্র : এএফপি, বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন