ফিলিস্তিনের গাজায় সাথী নামের এক শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। নিহতের মধ্যে দুইজন নারী ও সাতজনই শিশু। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে শনিবার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আল-জাজিরা বলছে, গাজায় সাথী নামের এক শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে। নিহতের মধ্যে দুইজন নারী ও সাতজনই শিশু। এ ছাড়া আরও অনেকেই ধংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে বলে। সেই হামলায় সদ্যজাত এক শিশুসহ আহত হয়েছে ১৫ জন।
ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ বলছে, আরও শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। সূত্র : এএফপি, বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন