রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে ১৯ মে ৯৭ জন করোনা রোগী শনাক্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১১:৪৫ পিএম

বুধবার (১৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৫২ জনের নমুনা টেস্ট করে ৯৭ জনের টেস্ট রিপোর্ট 'পজিটিভ' পাওয়া গেছে। বাকী ৬৫৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট নেগেটিভ' আসে। কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার শনাক্ত হওয়া ৯৭ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৩ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট ৯০ জন রোগীর সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ৪৫ জন রোহিঙ্গা শরণার্থী।

এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১৫ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলার ১১ জন, চকরিয়া উপজেলায় ৫ জন রোগী এবং মহেশখালী উপজেলার ২ জন রোগী রয়েছে।

এনিয়ে, ১৯ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৯ হাজার ৩৫৫ জন। মোট আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার রয়েছে ৪ হাজার ৩ শত ৫৪ জন।

মোট করোনা আক্রান্ত রোগীর প্রায় অর্ধেক। এরমধ্যে, গত ১৮ মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১০৫ জন। তারমধ্যে, ১২ জন রোহিঙ্গা শরণার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১′১৩%।

প্রসঙ্গত, বুধবার ১৯ মে একদিনে একসাথে ৪৫ জন রোহিঙ্গা শরণার্থীর করোনা শনাক্ত হওয়া একটা রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন