শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফিলিস্তিনে হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৭:০৮ পিএম

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে শুক্রবার (২১ মে) জুমার নামাজের নগরীর কালীর বাজার মাজারের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম ও শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

সমাবেশ শেষে মাওলানা সাইফুদ্দিন আহমেদ শিকদার বলেন, অবৈধ দখলদার বর্বর ইসরাইলী বাহিনী একের পর এক নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা ও হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে হামলা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনীরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রতি আহবান জানাই।

অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, আরব বিশ্বের করুনার মাধ্যমে এক সময় অবৈধ ইসলাইলীরা এখানে বসতি স্থাপন করে।আজ মুসলিম বিশ্বের অনৈক্য ও ইহুদীদের ষড়যন্ত্রের কারণে বৈধ ফিলিস্তিনীদের উপর এমন অন্যায় আচরণ মানবতাকে ভূলুণ্ঠিত করেছে। ফিলিস্তিনীদের রক্ষার জন্য অর্থসহ সার্বিক সহায়তায় করা দরকার।সকল মুসলিমের প্রতি আহবান করছি সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলীদের পণ্য বর্জন করার মাধ্যমে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন