শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জের খাঁনপুরে হচ্ছে বিদ্যুতের নতুন উপকেন্দ্র, কমবে লোডশেডিং

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৪:১৬ পিএম

নারায়ণগঞ্জে নতুন উপকেন্দ্র নির্মাণ করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সেখান থেকে আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা আরও সম্প্রসারণ ও শক্তিশালী হবে। কমবে লোডশেডিং।
নগরীর খাঁনপুর এলাকায় বিদ্যুতেরই উপকেন্দ্র নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব করা হয়েছে খাঁনপুর মৌজার ১ দশমিক ৫ একর জমি অধিগ্রহণের।
উপকেন্দ্রটি বাস্তবায়ন হলে ৩৩/১১ কেভি বিদ্যুৎ সম্প্রসারণ করা সম্ভব হবে। সাবস্টেশন নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষে আশেপাশের জেলা ও উপজেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একইসঙ্গে স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যাবে।
জানা গেছে, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর ভূমি অধিগ্রহণের জন্য চাহিদা পত্র পাঠানো হয়। বিষয়টি নিয়ে ওই বছরের ২২ ডিসেম্বর কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৩১ তম সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৯ জানুয়ারি ভূমি মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে প্রয়োজনিয় ব্যবস্থা করেণের অনুরোধ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিপিডিসির এক কর্মকর্তা জানান, নতুন উপকেন্দ্র নির্মাণ হলে আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা আরও সম্প্রসারণ ও শক্তিশালী হবে। কমবে লোডশেডিং।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে গত কয়েক মাস যাবত লোডশেডিং বেড়েই চলছে। এতে কমছে রফতানি মুখি শিল্প কারখানার উৎপাদন আর বাড়ছে ব্যয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন