সোনারগাঁয়ের শান ফেব্রিকস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পৌঁনে ৪টায় মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের ৭ ইউনিট কাজ করে। ছুটির দিন থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে। এতে কোর হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, তুলা থেকে সুতা তৈরির কারখানা ছিল এটি। যার কারণে আগুনের ভয়াবহতা বেশি ছিল। তবে কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না। ফলে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন