বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান কর্তৃক ঈদুল আজহা উৎসব থেকে ৫ শতাধিক দুস্থ পরিবার ঈদ থেকে বঞ্চিত হয়েছে। বরাদ্দকৃত ভিজিএফের চাল হরিলুট হয়েছে। পুলিশ পাচারকালে শনিবার রাতে ১০২ বস্তা চাল আটক করেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পলাতক ছিল। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলা বড়বিল ইউনিয়নে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বড়বিল ইউনিয়নে ৭৩ মেট্রিক টন ৪শ’ কেজি ভিজিএফের চাল সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়, যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওই ইউনিয়নে ৪৩৪০ জন দুস্থকে ১০ কেজি করে বিতরণ করার কথা ছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর শত শত দুস্থ পরিবার চাল নিতে এসে ইউনিয়ন পরিষদ থেকে খালি হাতে ফিরে যায়। অনুসন্ধানে জানা যায়, বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক রাজু, ইউপি সদস্য সুবর্ণা আক্তার, আবুল হাসান খোকন, রানু আহম্মেদসহ অন্য ইউপি সদস্যরা তাদের মনোনীত লোকদের মাধ্যমে ভুয়া চাল বিতরণের তালিকা তৈরি করে রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে বরাদ্দের অর্ধেক চাল সরিয়ে নেয়। এছাড়াও চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য ও চেয়ারম্যান মনোনীত দালালদের মাধ্যমে চাল বিতরণের জন্য প্রস্তুতকৃত কার্ড ব্যবসায়ীদের কাছে কালোবাজারে বিক্রি করে দেয়। ঘটনাটি ১০ সেপ্টেম্বর চাল বিতরণ করতে গেলে ফাঁস হয়ে পড়লে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় একাধিক বাড়ি ও চাতাল থেকে ১০২ বস্তা চাল আটক করে ইউনিয়ন পরিষদ গোডাউনে সিলগালা করে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুঠো ফোনে প্রতিবেদককে বলেন, চাল আত্মসাতের সাথে আমি জড়িত নই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন