মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আদমদীঘিতে মাদক সেবনে তিন যুবকের জেল

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০১ এএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে জরিমানা ও সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন এই সাজা দেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার সান্তাহার নতুন বাজার মহল্লার সিদ্দিকুর রহমানের ছেলে মিজু আহম্মেদ (৩৬), একই এলাকার মৃত হাফিজারের ছেলে রাশেদুল ইসলাম (২৫) ও ইয়ার্ড কলোনি মহল্লার আবু রায়হানের ছেলে জুম্মন আলী (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য সেবনরত গাঁজাসহ হাতেনাতে ওই তিন যুবককে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজীর করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন আসামিদের প্রত্যককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন