শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ একই পরিবারের ৫ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:০১ এএম

নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বন্দর থানার ইপিজেড এলাকার কলসী দিঘীর পাড়ে বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- মো. রাসেল, তার স্ত্রী নাজু বেগম, তাদের দুই সন্তান লামিয়া ও জিহাদ (এবং রাসেলের ভাই মো. শিপন।

পুলিশ জানায়, রাত আড়াইটায় সিলিন্ডার বিস্ফোরণে ঘরটিতে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশু শঙ্কামক্ত। তাদের শরীরের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ দগ্ধ এবং শ^াসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন