শনিবার (২৯ মে) সাভারে শেষ হলো সরকারি অনুদান পাওয়া ‘মুখোশ’ সিনেমার শুটিং। গত ১৮ জানুয়ারি সাভারেই এর শুটিং শুরু হয়েছিল। মাত্র ২২ দিনে সিনেমাটির শুটিং শেষ করেছেন তরুণ পরিচালক ইফতেখার শুভ। ২৯ মে দিবাগত রাত ২টা নাগাদ নায়ক জিয়াউল রোশানের সঙ্গে নায়িকা পরীমনির রোমান্সের দৃশ্যের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ হয়। রোববার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছে সিনেমাটির পরিচালক তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
নির্মাতা ইফতেখার শুভ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গতকাল রাত ২টার শেষ করলাম মুখোশের শেষ লটের শেষ দিনের শুটিং।’ এই করোনার সময়ে শুটিং শেষ করা কঠিন ছিলো উল্লেখ করে শুভ লেখেন, ‘শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার কারণে আমার প্রথম সিনেমার কাজ সুন্দরভাবে শেষ করা সহজ হয়েছে।’
যে যে লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে তা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমাদের শুটিং শুরু হয়েছিলো সাভার থেকে। সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা ঘুরে সাভারেই শেষ হলো মুখোশের শুটিং।’ করোনার এই কঠিন সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে পেরে আবেগে ভাসছেন পরিচালক। তাইতো সিনেমাটির সঙ্গে যুক্ত সব শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘দিনটা আবেগের! আশা করছি পোস্ট প্রোডাকশন শেষে খুব দ্রুত মুখোশ সিনেমা হলে দেখতে পাবে দর্শক।
উল্লেখ্য, ইফতেখার শুভরই লেখা অপ্রকাশিত উপন্যাস ‘পেজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘মুখোশ’। সিনেমাটির প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। এ সিনেমায় ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। তাদের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। এ ছাড়া আরো অভিনয় করেছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায় প্রমুখ।
সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে, এমন প্রশ্নে ইফতেখার শুভর উত্তর, ‘এক বছরে অনেকগুলো সিনেমা আটকে আছে করোনার কারণে। করোনা পরিস্থিতি বুঝেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আপাতত ঈদকে সামনে রেখে পোস্ট প্রডাকশনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন