শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০২ এএম

আজ রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ইত্যাদি’র কুমিল্লায় ধারণকৃত পর্ব। পর্বটি ২০০৯ সালের ১০ মে আমাদের অতীত ঐতিহ্যের গৌরবময় স্থান কুমিল্লার শালবন বৌদ্ধবিহারের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ কক্সবাজারের একজন আদর্শ শিক্ষক নুরুল ইসলামের উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। বিবেকের তাড়নায় যারা দেশের নিভৃত স্থানে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন তেমনি একজন যুবক টাঙ্গাইলের আকবর আলীর উপর রয়েছে আর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরের নাহারগর দুর্গ, জলমহল, সিটিপ্যালেস ও যন্তর মন্তরের উপর একটি চমৎকার তথ্য সমৃদ্ধ রিপোটিং। মূল গান রয়েছে একটি। আমাদের পরিবেশ, জলবায়ু, মাটি, পানি ও প্রাকৃতিক সম্পদকে নিয়ে গানটি গেয়েছেন এ্যান্ড্রু কিশোর, সুর করেছেন আলী আকবর রুপু আর এই বিষয়ভিত্তিক গানটি লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। ঢাকা ও ঢাকার অদূরে সাভার, গাজীপুর, টঙ্গী, সিংগাইর এর বিভিন্ন লোকশনে গানটি চিত্রায়ন করা হয়। দর্শক পর্বের দ্বিতীয় পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের জনপ্রিয় নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামিম আরা নিপাকে। তাদের সঙ্গে ছিল একদল নৃত্যশিল্পী। তাদের পরিবেশিত একটি চমৎকার নান্দনিক নৃত্যের মাধ্যমে ৪টি সামাজিক সমস্যা ও বক্তব্য তুলে ধরা হয়েছে এবং এ সম্পর্কিত প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন