রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সোনারগাঁয়ে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়ে ধারণকৃত বহুল প্রশংসিত ইত্যাদির পুনঃপ্রচার করা হবে আগামীকাল রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গনে অবস্থিত মোগল শাসক ঈশা খাঁ’র স্মৃতি বিজড়িত বড়সর্দারবাড়ির সামনে বাড়িটির সঙ্গে মিল রেখে নির্মিত হয় ইত্যাদির বিশাল মঞ্চ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত ‘সংগ্রাম’ তৈলচিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসা সীমিত সংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয় এবারের ইত্যাদি। এবারের পর্বে গান রয়েছে দুটি। অস্তিত্বের টানে মানুষের নিজের শিকড় খোঁজার উপর রচিত একটি গান গেয়েছেন কুমার বিশ^জিৎ ও চিশতী বাউল। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। সোনারগাঁয়ের ইতিহাসগাঁথা ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা আরেকটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপর দু’টি তথ্যভিত্তিক প্রতিবেদন। সোনারগাঁয়ে নদীতে ভাসমান বেদে পরিবার, চর্মকার, চরাশ্রয়ী জেলে ও অন্ত্যজ সম্প্রদায়ের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এক আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েসের উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। ব্যতিক্রমী মানুষ প্রকৃতি প্রেমিক বৃক্ষ সেবক খাইরুল আলমের উপর রয়েছে একটি পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন। আত্মপ্রচার বা আত্মপ্রদর্শনী নয়, যিনি নিজের দায়বোধ থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ধানমন্ডিতে গড়ে তুলেছেন একটি ছোট্ট বনভূমি। ২০১৯ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদিতে কিশোরগঞ্জের বাজিতপুরের হাওরের মাঝখানে নির্মিত একটি অভিনব স্কুলের উপর প্রতিবেদন প্রচার করা হয়েছিলো। এই দুর্গম স্কুলটিতে কোমলমতি শিক্ষার্থীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেজন্যে একটি বড় নৌকা ও স্কুলের বিভিন্ন সংস্কার কাজের জন্য ইত্যাদির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়েছিলো। এবারের পর্বে সেই স্কুলের উপর রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন। যেখানে দেখা যাবে শিক্ষার্থীরা নতুন নৌকায় চড়ে স্কুলে যাচ্ছে। পানিতে লবনাক্তের হার বেশি থাকায় দেশের উপকূলীয় অঞ্চলে পানযোগ্য সুপেয় পানির পরিমাণ সবচাইতে কম। আর এই লোনা দোষে সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট এই জেলার শ্যামনগর উপজেলার দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরায়। গাবুরার এই সুপেয় পানি কষ্টে থাকা মানুষদের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন