শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আজ রাত আটটার বাংলা সংবাদের পর ইত্যাদি’র আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত পর্বটি প্রচার হবে। পর্বটি ২০০৯ সালের জুন মাসে ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের উপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেন এর উপর রয়েছে একটি প্রতিবেদন। রংপুরের ২৯ বছর বয়সী এক সৎসাহসী গৃহবধূ পারুল বেগমের উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। এছাড়াও বেশকিছু ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন। এবারের ‘ইত্যাদি’তে মুল গান রয়েছে তিনটি। একটি পরিবেশন করেছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও একদল বাউলশিল্পী। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় আলী আকবর রুপুর সুরে আর একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী এস. আই. টুটুল ও শাকিলা জাফর। বিয়ের পাত্রী নির্বাচন নিয়ে রয়েছে আর একটি বিষয়ভিত্তিক গান। গানটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, সমু চৌধুরী, সাজু খাদেম, আরফান ও আব্দুল আজিজ। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শকপর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন