শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ৪০ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩৮

স্টাফ রিপোটার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০৪ এএম

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেল ৫টা থেকে রাত পযন্ত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে রাতে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ৩৮ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, চাঁদপুর মডেল থানার ওসি’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সম্প্রতি শহরতলীর ঢালীঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক গুরুতর আহত হয়। পরে এ ঘটনায় মামলা হয়। এছাড়া কিছুদিন ধরে কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রশাসনের নজরে আসে। এ ভিত্তিতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আটক কিশোরদের মধ্যে ৩৮ জনের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে থানায় আগে থেকে মামলা ও অভিযোগ থাকায় তাদের আটক রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন