বিলিয়নিয়ার সমাজসেবী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট আরও ২৭০ কোটি ডলার দান করেছেন। মঙ্গলবার এক বøগ পোস্টে তিনি জানিয়েছেন, এই অর্থ কয়েকশ’ দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার দান করা অর্থের পরিমাণ ৮৫০ কোটি ডলার। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে। গত ৫১ বছর বয়সী ম্যাকেঞ্জি স্কটের দান করা অর্থের পরিমাণ মানবসেবায় নিয়োজিতদের নাড়িয়ে দিয়েছিল। এবার তিনি ২৮৬টি সংগঠনকে অর্থ দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে আলভিন আইলে অ্যামেরিকান ড্যান্স থিয়েটার থেকে শুরু করে বর্ণবাদী সমতা তহবিলে। এসব সংগঠন মানবসেবা ও সাংবাদিকতার কাজে জড়িত। সিয়াটলের বিজ্ঞান শিক্ষক ড্যান জুয়েটকে পুনরায় বিয়ের পর এটিই তার প্রথম দানের ঘোষণা। প্রায় ৬০০ কোটি ডলারের মালিক ম্যাকেঞ্জি বøগ পোস্টে লিখেছেন, আমরা বিশ্বাস করি, সামঞ্জস্যহীনভাবে সম্পদ যদি অল্প কয়েকটি হাতে কুক্ষিগত না হওয়াই ভালো। ফোর্বসের মতে, এত দানের পরও ম্যাকেঞ্জি এখনও বিশ্বের ২২তম ধনী। বøুমবার্গ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন