হারিয়ে যাওয়ার ২৪ দিন পরও খোঁজ মেলেনি মোঃ আরাফাতের। গত ২৭ মে বিকেলে গাজীপুরের শ্রীপুর থানাধীন নয়নপুর থেকে সে হারিয়ে যায়। শ্রীপুর মডেল থানায় করা জিডি (নং-১৪৩৩, তাং-৩১-০৫-২০২১) সূত্রে জানা যায়, অস্থায়ী বাসা (তারেক সাহেবের বাড়ি) থেকে স্থানীয় বাজারে যাবার কথা বলে বেরিয়ে সে আর বাসায় ফেরেনি। ৫ ফুট উচ্চতা ও লম্বা মুখাকৃতির আরাফাত (২০) ফর্সা ও মধ্যম স্বাস্থ্যের অধিকারী। বগুড়ার শেরপুর থানাধীন সিরাজনগর গ্রামের বাসিন্দা আরাফাতের পিতা হাসেন আলী তার সন্তানের সন্ধান দেয়ার জন্য তার বড় ছেলের মোবাইল ফোনে (মোঃ সউদ: ০১৭২৮৯৭৫৫৯৬) যোগাযোগের অনুরোধ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন