দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আসলাম নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১১ বছর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন সুষ্ঠভাবে ভোটাররা ভোট প্রদান করেন। করোনাকালীন সময়ে নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পৌর ভোটে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী অন্যান্য সকল ভোটারের ন্যায় লাইনে দাড়িয়ে ভোট দেন।
বোচাগঞ্জ পৌরসভা নির্বাচন কর্মকর্তা মোঃ সামসুল আযম জানান, পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ০৪ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৩২৬ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩২ জন।
বিজয়ী প্রার্থী মোঃ আসলাম হোসেন এর প্রাপ্ত ভোট ১০ হাজার ৯২৭। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের মোঃ নাহিদ বাশার চৌধুরী পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন