পঞ্চগড়ের বোদা পৌর সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম)এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৪ জন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৩১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা আরও বাড়তে থাকে।সকাল ১১ টা পর্যন্ত পৌর এলাকার কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ৪৮টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ১৪ হাজার ৫১২ জন এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৪৬১ এবং পুরুষ ভোটার সাত হাজার ৫১ জন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান,নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি সদস্যসহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন