শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আজ কসবা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৮:৪৮ এএম

আজ ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচন। সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন পৌর এলাকার ১০টি ভোট কেন্দ্রে ইভিএমসহ সকল প্রকার প্রয়োজনীয় সামগ্রী প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বুঝিয়ে দিয়েছেন। তাঁদেরকে নির্ধারিত ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।
পৌরসভার নির্বাচনের মাধ্যমে ইভিএম এ ভোট গ্রহণ প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ ভোটারগণের প্রশিক্ষণের জন্য গত রোববার সকল কেন্দ্রেই দিনব্যাপী মগভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
সুষ্ঠু সুন্দর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জেলা উপজেলা ও নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। পৌরসভার ১০টি কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য ভোট কেন্দ্রের নিরাপত্তার লক্ষ্যে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান জানান, কসবা পৌরসভা নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। এতে পুলিশ, বিজিবি, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
ইতোপূর্বে কসবা পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী মো. গোলাম হাক্কানী নির্বাচিত হওয়ায় এ পদে ভোট গ্রহণ হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন