শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এখন সব নাটকে একই রকম গল্প দেখা যায় -চাঁদনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

ছোটপর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। এখন অভিনয়ে খুব একটা নিয়মিত নন। এ প্রসঙ্গে চাঁদনী বলেন, আমাকে সব সময় পর্দায় থাকতে হবে তাও মনে করি না। আমার সমসাময়িক অনেকে নিয়মিত অভিনয় করছেন।তাদের তুলনায় আমি নেই বললেই চলে। শুধু পর্দায় থাকার জন্য কাজ করতে চাই না, যদি আমার চরিত্রে গুরুত্ব না থাকে। এসব কারণেই এখন আগের মতো কাজ করি না। বাসায় থাকি। একইসঙ্গে নাচ নিয়ে নতুন কিছু করার চেষ্টায় আছি। চাঁদনী বলেন, নাচের প্রকৃত শিল্পীদের মূল্যায়ন হচ্ছে না। বেশিরভাগ অনুষ্ঠান শুরু হয় নাচ দিয়ে আবার শেষও হয় নাচ দিয়ে। কিন্তু দেখা যায় অন্য শিল্পীদের চেয়ে নাচের শিল্পীদের জন্য বাজেট কম থাকে। নাটকের মান নিয়ে চাঁদনী বলেন, এখন কোনো একটি নাটক দর্শক গ্রহন করলে সবাই একই রকম গল্পে নাটক নির্মাণ করতে থাকেন। নতুন কিছু করার চেষ্টা দেখা যায় না। একই রকম গল্প দেখা যায় প্রায় সব নাটকে। এক কথায় বলতে গেলে, বেশির ভাগ নাটকে স্বামী-স্ত্রীর ঝগড়া, কিংবা প্রেমিক- প্রেমিকার প্রেম-বিরহ। এক্ষেত্রে শুধু নির্মাতাদের দোষ দিলে চলবে না। শিল্পীদেরও দায়িত্ব আছে। গল্প পড়ে সিদ্ধান্ত নিতে হবে কেমন কাজ সে করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন