শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টি-২০ বিশ্বকাপ আমিরাতে, জানাল ভারতও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাসের সংক্রমণের হার কিছুটা কমেছে ভারতে। কিন্তু এখনও মারাত্মক পর্যায় কাটিয়ে উঠতে পারেনি। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার কথা তাদের, এমনটা জানালেন বোর্ড সেক্রেটারি জয় শাহ। আগামী অক্টোবর-নভেম্বরে হবে এই প্রতিযোগিতা।

করোনাভাইরাসের তীব্র সংক্রমণের কারণে আইপিএল মাঝপথে স্থগিত হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কিত ছিল বিসিসিআই। মহামারির প্রকোপ না কমায় বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হয়েছিল আমিরাতকে। এ বিষয়ে চ‚ড়ান্ত ঘোষণা আসার কথা ছিল চলতি মাসের প্রথম দিন। কিন্তু আইসিসির নির্বাহী বোর্ড সভার বৈঠকে চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল পর্যন্ত সময় পায় বিসিসিআই। শেষ দিনেই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো তারা। স্থগিত আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টম্বর শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এক দিন পর ১৭ অক্টোবর থেকে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন