শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ে অভিনন্দনে ভাসছে পাকিস্তান

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৪:২০ পিএম

 

বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার ভারতকে চরম লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ে সামাজিক মাধ্যমে অভিনন্দনে ভাসছে বাবর আজমের পাকিস্তান। ম্যাচ শেষ হতে না হতেই ফেসবুকে যেন আনন্দের বন্যা বয়ে যায়। ভারতীয়দের দম্ভ চূর্ণ করে রেকর্ড গড়া জয় ঘরে তুলে ক্রিকেটপ্রেমীদের যেন মন জয় করে নিয়েছে পাকিস্তান দল।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার বিরাটের ভারতকে উড়িয়ে চরম লজ্জায় ফেলল বাবরের পাকিস্তান। তাও আবার এক্কেবারে দশ উইকেটে হারল বিরাটরা। শুধু ভারতকে হারানোই নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের মনোবল অনেকটাই দুর্বল করে দিল পাকিস্তান।

টি-২০ আন্তর্জাতিকে বিশ্বের দুই ও সাত নম্বর ব্যাটার যথাক্রমে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ান দুজনেই অর্ধশতরান হাঁকিয়ে, ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের আসরে পাকিস্তানের জয়ের খরা মিটিয়ে দিলেন। পাকিস্তানও এদিনের আগে কোনও টি ২০ আন্তর্জাতিক ১০ উইকেটে জেতেনি।

পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে রবিউল কাওছার লিখেছেন, ‘‘টি২০ বিশ্বকাপে, ভারতকে কাপিয়ে, ভারতের দাদাদেরকে ১০ উইকেটে পরাজিত করলো পাকিস্তান।অভিনন্দন পাকিস্তান। আজকে খেলার এক পর্যায়ে ২ঃ৩০ মিনিটের পানিপানের বিরতিতে পবিত্র মাগরিবের নামাজ আদায় করেছেন পাকিস্তানের কৃতি ক্রিকেটার ব্যাটসম্যান,ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ রিজওয়ান।’’

আমানুল্লাহ ইসলাম তন্ময় মজা করে লিখেছেন, ‘‘এই বার ধোনি থেকে গরিব পর্যন্ত,, রায়না থেকে চায়না পর্যন্ত,, বিরাট থেকে ক্ষুদ্র পর্যন্ত,, যাদব থেকে বেয়াদব পর্যন্ত,, ধাওয়ান থেকে দারোয়ান পর্যন্ত,, শর্মা থেকে বার্মা পর্যন্ত,,পান্ডে থেকে প্যান্ট পর্যন্ত------কেউ বাঁচাতে পারলো না ইন্ডিয়াকে রেজওয়ান - বাবর আজমের হাত থেকে.....রক্ষা করতে। অবশেষে ১০ উইকেটে হার ঈদ মোবারক ।’’

সৈয়দ নাজমুল হুদা লিখেছেন, ‘‘শুধু বাবর আজম ও রিজওয়ানের কাছেই আজকে পরাজিত হলো-ভারত। বাবর আজম অসাধারণ এক ক্রিকেট শিল্পীর নাম,মুগ্ধতা রেখে গেলাম।’’

ভারতের হারে শাফিজাল হক আকাশ লিখেছেন, ‘‘এবার ইন্ডিয়ানদের সকল অহংকার মাটিতে মিশে গেল। এতো এটম বোমার চেয়ে অনেক কিছু। ধন্যবাদ পাকিস্তান টিম কে।’’

নিত্তনন্দন সিংহ লিখেছেন, ‘‘পাকিস্তান খুব ভাল খেলেছে। এবারের কাপটা তারা পাওয়ার আশা রাখতে পারে।ভারতের খেলা কোনো খেলার মধ্যেই পরে না।’’

বাপ্পি আহমেদের মন্তব্য, ‘‘কোহলি আর বাবর দুইজনই দেখিয়েছে তাদের ক্লাস, আসলে এই ম্যাচে হারার কারনে ভারতকে ট্রল করা যায় না তবে অভিনন্দন পাকিস্তানকে প্রথম বারের মতো বিশ্বকাপে ভারতকে হারানোর জন্য...!!’’

মঞ্জুর শাহিন লিখেছেন, ‘‘বাংলাদেশ হেরেছে বলে খুবই কষ্ট পেয়েছি, কিন্তু পাকিস্তান কষ্টটা দূর করে দিলো।’’

মোঃ মিলন পাকিস্তান দলের প্রশংসা করে লিখেছেন, ‘‘পাকিস্তানি প্লেয়ার দের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার কিভাবে সিঙ্গেল রান বের করে ম্যাচ জয় করতে হয় কংগ্রেচুলেশন পাকিস্তানকে।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Naimul Hoque ২৫ অক্টোবর, ২০২১, ৫:১০ পিএম says : 0
Cricket will go with his lay ; but Babor Azam & Mohammad Rizwan has done extra ordinary performance , The day was for Pakistan , Many Congratulations.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন