কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুর থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার পিচ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড নিজামপুর স্টেশন। মঙ্গলবার রাত ৯টায় আলীপুর শেখ কামাল সেতুর কাছে একটি পরিত্যক্ত বাড়ী থেকে ৩শ’ ৩৫টি মাটির পাতিলে রক্ষিত এসব রেনু জব্দ করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত রেনু পোনা গুলো রাতেই উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন রেজার উপস্থিতিতে সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
কোস্টগার্ড নিজামপুর স্টেশনের পিও হরিপ্রসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেনু গুলো জব্দ করা হয়েছে। রাতেই রেনু গুলো সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন