ঢাকার ধামরাইয়ে শামেলা বেগম (৪০) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে বাড়ির পাশেই মসজিদের এক ইমামের সাথে তার পরকিয়া সম্পর্ক ছিল বলে অনেকেই জানিয়েছেন। তবে হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার(০১ জুলাই) ভোর রাতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার সূয়াপুর ইউনিয়নের দক্ষিণ রৌহারটেক গ্রামে।
নিহত শামেলা বেগমের স্বামী কালাচান মিয়া ২ বছর আগে মৃত্যু বরণ করেছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নিহত শামেলা বেগম দির্ঘদিন ধরে দক্ষিণ রৌহারটেক মসজিদের ঈমাম আশরাফুল ইসলামের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। গত দুই দিন পূর্বে আশরাফুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি শামেলা বেগমকে বিয়ে করতে পারবে না বলে না করেন। পরে শামেলা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব এর কাছে বিচারের জন্য যায়। চেয়ারম্যান তাকে থানায় গিয়ে আইনের আশ্রয় নিতে বলেন।
কিন্তু আজ ভোর রাতে ঝামেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরো বলেন, কয়েক দিন পূর্বে স্থানীয় কয়েকজন মাতব্বর আশরাফুল ইসলামের বিচার বিচার ও করে। কিন্তু শামেলা বেগমের সঠিক বিচার পাইয়ে দেয়নি। আজ মৃত্যুর ঘটনা জানার পর ওই মসজিদের ঈমাম আশরাফুল পলাতক রয়েছে। আর কতিপয় মাতাব্বর কারো সামনে আসছেনা।
এ বিষয়ে সূয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব বলেন শামেলা বেগম গতকাল আমার কাছে বিষয়টি জানালে আমি তাকে থানা পুলিশের আশ্রয় নিতে বলেছিলাম।
এ বিষয়ে ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন ঘটনার স্থলে এসেছি। মৃত্যুর কারণ যাচাই-বাছাই করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন