করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কঠোর লকডাউন ঘোষণা করলেও প্রথম দিন নেত্রকোণায় পালিত হল ঢিলেঢালা ভাবে লকডাউন।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলা শহরে জন-সাধারণের ভীড় ছিল লক্ষনীয়। প্রতিদিনের ন্যায় আাজও হাট-বাজারগুলোতে ছিলো না কোন সামাজিক দূরত্ব। বাজার করতে আসা লোকজনের মধ্যে ছিল না কোন সচেতনতা। খুব অল্প সংখ্যক মানুষের মুখে ছিল মাস্ক। জেলা শহরে সকাল থেকে লকডাউন উপেক্ষা করেই অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, ব্যাক্তিগত গাড়ি চলতে দেখা যায়।
পরে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া,
সেনাবাহিনীর মেজর লেলিন, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানসহ প্রশাসনের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় লকডাউন পালনে কিছুটা উন্নতি হতে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন