করোনা প্রতিরোধে সরকারঘোষিত লকডাউন (বিধিনিষেধ) সফল করতে শনিবার তৃতীয় দিনে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় নেমে লোকজনকে তাদের জেরার মুখে পড়তে হচ্ছে। কলকারখানা খোলা থাকায় সকালে সড়কে অফিসমুখী কর্মজীবী মানুষের ভিড় দেখা যায়। কাঁচা বাজারেও আছে ভিড় জটলা। তবে সড়ক প্রায় ফাঁকা। রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। দোকান পাট, মার্কেট বন্ধ।
সড়কে সেনা বাহিনী ছাড়াও তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসনের অভিযান চলছে। শুক্রবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৩ মামলায় ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন