শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অটোরিকশার বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

করোনা সংক্রমণ ঠেকাতে সাত দিনের কঠোর লকডাউনে শুধু রিকশা চলাচলের অনুমতি থাকলে ব্যাটারিচালিত অটোরিকশাও চলাচল করতে দেখা গেছে। পরে গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যাটারিচালিত রিকশা চালকরা রাস্তায় বের হন। পরে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে কয়টি রিকশা রিকশা জব্দ করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সঙ্গে আলোচনা শেষে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা নামেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী সদস্যরা মাঠে কাজ শুরু করেন। বিনা কারণে ঘর থেকে বের হওয়া লোকজনদের সতর্ক করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছেন তারা।
ডিউটিরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, কঠোর বিধিনিষেধে নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুরো জেলায় ২০টি মোবাইল টিম কাজ করছে। প্রতিটি টিমে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তাদেরকে নিয়ে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করা হচ্ছে। রিকশা ছাড়া কোনো ধরনের যান চলাচল করতে দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু করে। পরে ব্যাটারিচালিত রিকশাগুলো আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন