বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৩:৩৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে লকডাউনের অযুহাতে বিভিন্ন দোকান থেকে জরিমানা আদায়ের নামে চাঁদাবাজী করার সময় এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে হাতে নাতে আটক করা হয়েছে। আটককৃত ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম মোঃ মনির হোসেন(২৮)। তার বাবার নাম মোঃ ইসমাইল হোসেন। বাসা রাজধানীর উত্তরা এলাকায়। আজ শুক্রবার সকালে রোহিতপুর ইউনিয়নের লাকিরচর এলাকা থেকে তাকে একটি গাড়িসহ আটক করা হয়।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, সকালে আটককৃত মনির হোসেন তার কয়েকজন সহযোগীসহ মোবাইল কোট লেখা সম্বলিত একটি গাড়ি নিয়ে রোহিতপুর ইউনিয়নের লাকির চরে বিভিন্ন দোকানে মোবাল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ২৪হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা আমাকে জানান। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাকিরচর এলাকায় গিয়ে মোবাইল কোর্ট লেখা গাড়িটিসহ প্রতারক চক্রের হোতা ভুয়া ম্যাজিস্ট্রেট মনির হোসেনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মনির একজন পেশাদার প্রতারক। কিন্ত আমরা সেখানে যাওয়ার আগে মনিরের সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। তিনি আরো বলেন এধরনের ঘটনা কেরানীগঞ্জর যেখানেই ঘটবে সঙ্গে সঙ্গে যেন যে কেউ আমাকে ফোন দিয়ে জানায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন