করোনার সূচনালগ্ন থেকে অদ্যাবধি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি পাঠগ্রহণ করার সুযোগ হচ্ছে না। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবার পর অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের হাতে তুলে দেয় স্মার্ট ফোন। পিতামাতা সন্তানদের হাতে স্মার্ট ফোন তুলে দিয়েছে সন্তানদের উপকারের কথা চিন্তা করে। কিন্তু স্মার্ট ফোন এখন ছাত্রছাত্রীদের জন্য উল্টো ক্ষতির কারণ হয়ে উঠছে। কারণ, তারা পড়াশোনায় মনোযোগী না হয়ে সারাক্ষণ অনলাইনে পড়ে থাকছে। অনেক ছাত্রছাত্রীর অনলাইন গেমে আসক্তি দিন দিন বেড়েই চলছে। কিন্তু ছাত্রছাত্রীদের অনলাইন গেইম থেকে বেরিয়ে আসতে হবে। নইলে ভবিষ্যতে নেমে আসবে অন্ধকার। তাই তাদের উচিত হবে, অনলাইন গেম না খেলে পড়াশোনায় মনোযোগী হওয়া। শুধু অনলাইন গেইমই নয়, শিক্ষার্থীদেরকে স্মার্টফোনের অন্য সকল অপব্যবহার থেকেও বিরত থাকতে হবে। আর এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তান কত ঘণ্টা পড়াশোনা করছে এবং কত ঘণ্টা অনলাইনে থাকছে তার খোঁজ রাখতে হবে।
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন