শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিউইয়র্কে বেবী নাজনীন লাইভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আগামী ১৭ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়টে আয়োজন করা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন লাইভ। এবার তার গানের আসরে থাকছে উর্দু, হিন্দী গজলসহ হারানো দিনের বাংলা গান। ‘ব্ল্যাক ডায়মন্ড লাইভ’ নামে বিশেষ এই একক কনসার্টের আয়োজন করেছে আমেরিকার স্বনাম খ্যাত ইভেন্ট অর্গানাইজার শো টাইম মিউজিক। এর আগে একই প্রতিষ্ঠান নিউ ইয়র্কে আয়োজন করে ‘বেবী নাজনীন গজল ইভনিং’। আমেরিকায় বাংলাদেশী কোন সংগীত তারকার সেটিই ছিল প্রথম কোন গজলসন্ধ্যা। তার ওই গজলসন্ধ্যা সেসময় প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের সংগীতপ্রিয় শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়েই বেবী নাজনীনের এই অনুষ্ঠান সাজানো হচ্ছে। এবার গানের আসরে গজলসহ থাকবে হারানো দিনের বাংলা গান। তাছাড়া দর্শক অনুরোধের গানতো তিনি গেয়েই থাকেন। অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেবী নাজনীন এমন সংগীত শিল্পী যার কন্ঠে যে কোন ধারার গানই প্রত্যাশা করতে পারেন সংগীত প্রিয় মানুষ। অনুষ্ঠানটি যেন সফলভাবে স¤পন্ন হয়; এর জন্য সকলের দোয়া কামনা করছেন বেবী নাজনীন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন