শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে অনুদান দিল শেরপুর জেলা প্রশাসন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৬:৩২ পিএম

করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের অস্বচ্ছল সদস্যসহ অতি দরিদ্র সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই দুই প্রতিষ্ঠান প্রধানের হাতে এক লাখ টাকা করে অনুদানের পৃথক চেক তুলে দেন নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা জেলা প্রশাসনকে সবসময়ই সহযোগিতা করে আসছেন। এজন্য চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের পাশে থাকতেই জেলা প্রশাসনের তরফ থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হলো।

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, এনডিসি মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও জিন্নাত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন