ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এক দিন আগেও ৪ জনকে আটক করা হয়। বাংলাদেশে লকডাউন শিথিল হওয়ার খবর শুনেই সীমান্তের দুই পারের দালালরাই তৎপর হয়ে উঠেছে বলে জানা গেছে ।
শুক্রবার সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খালিদ হাসান সজিব (২১), তার স্ত্রী ঈশিতা খাতুন নুপুর (১৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১)।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাঞ্চনপুর ব্রীজ এলাকা থেকে ওই ৩ জনকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন