শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক সুমন মিয়া বগুরা জেলার গাবতলী থানার নিজগ্রাম এলাকার আজাহার ফকিরের ছেলে। বর্তমানে সুমন রুপসী কাহিনা এলাকার ফখরউদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন জানান, রূপসী কাহিনা এলাকার দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ার সুযোগে দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তারা। চলতি বছরের গত ২ জানুয়ারি সকালে ছাত্রীর মা, বাবা ও বোন গাউছিয়া মার্কেটে বাজার করতে যায়। সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। গতকাল সকালে এ ঘটনায় স্কুলছাত্রী নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষক সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন