গত ১৫ জুলাই থেকে সারাদেশে লকডাউন শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে খুলনায় মানুষ যত্রতত্র প্রয়োজনে-অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন। ফলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও বেড়ে গিয়েছে। গত ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ৫ দিনে খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। মারা গেছেন ৬৬ জন। খুলনা সিভিল সার্জনের দেয়া এ তথ্যে করোনা উপসর্গে মৃত্যুর হিসাব নেই। করোনা হাসপাতালগুলোর কথ্য মতে ৫ দিনে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে আরো ৩০ জন।
খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ সোমবার সন্ধ্যায় দৈনিক ইনকিলাবকে জানান, ১৫ জুলাই ৪৫৯ শনাক্ত ও ১৬ মৃত্যু, ১৬ জুলাই ৩৪৮ শনাক্ত ও ৯ মৃত্যু, ১৭ জুলাই ২০১ আক্রান্ত ও ১০ মৃত্যু, ১৮ জুলাই ৩৯৪ আক্রান্ত ও ১৯ মৃত্যু এবং ১৯ জুলাই ২১৩ জন আক্রান্ত ও ১২ জন মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত, স্বাস্থ্যবিধি মেনে না চলা, দেরী করে উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া, করোনা সংক্রমিত হওয়ার পরও যত্রতত্র ঘুরে বেড়ানো প্রভৃতি কারণে খুলনায় করোনা সংক্রমণ বেড়েছে। এক পরিসংখ্যানে তিনি বলেন, শুরু থেকে এ পর্যন্ত (১৯ জুলাই) খুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ২১ হাজার ৪৪১ জন। করোনায় আক্রান্ত হয়ে ৪৮৭ জনের মৃত্যু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন