শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ১১:২৫ এএম

ফাইল ছবি


বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টায় বঙ্গভবনের হলওয়েতে নামাজে অংশগ্রহণ করেন তিনি।

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রেসিডেন্টের পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল আজহার জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

প্রেসিডেন্ট নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছাবক্তব্য রাখেন। শুভেচ্ছাবক্তব্যে তিনি বলেন, আশা করি, সকলেই সরকার নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করবেন এবং যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট থাকবেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা।

তিনি আরও বলেন, ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে আনন্দ-বেদনা ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
টুটুল ২১ জুলাই, ২০২১, ২:০৪ পিএম says : 0
আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করি
Total Reply(0)
কামাল রাহী ২১ জুলাই, ২০২১, ২:৪৯ পিএম says : 0
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দীর্ঘায়ু কামনা করছি
Total Reply(0)
আবদুল মান্নান ২১ জুলাই, ২০২১, ২:৫০ পিএম says : 0
এই ঈদে আসুন সবাই অসহায়দের পাশে দাঁড়াই
Total Reply(0)
হুমায়ূন কবির ২১ জুলাই, ২০২১, ২:৫১ পিএম says : 0
সকলের উচিত যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট থাকা
Total Reply(0)
টয়া ২১ জুলাই, ২০২১, ২:৫২ পিএম says : 0
কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন