শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার মধ্যেও কেসিসির কোরবানীর হাটে দ্বিগুন রাজস্ব আদায়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ১০:৪১ পিএম

করোনার মধ্যেও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত নগরীর জোড়াগেট কোরবানীর পশু হাটে এবার ৬ হাজার ৯৪০টি পশু বিক্রি হয়েছে। এরমধ্যে গরু ৫ হাজার ২৮০টি, ছাগল ১ হাজার ৬৩৯টি ও ভেড়া ২১ টি। এ বাবদ হাসিল বা রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৪৩ হাজার ৪৫ টাকা।

গত বছর কেসিসি'র কোরবানীর এ পশুর হাটে ৬ হাজার ১৬৯টি পশু বিক্রি হয়েছিল। এরমধ্যে ছিল ৪৭৭২টি গরু, ১৩৬০টি ছাগল ও ৩৬টি ভেড়া। এ থেকে কেসিসি রাজস্ব আয় হয়েছিল এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭ টাকা।

হাট পরিচালনা কমিটির আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও এবার বেশি হাসিল আদায় হয়েছে। হাটে ক্রেতা সমাগম এ বছর বেশি ছিল, বিক্রিও বেশি হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই দুপুরে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়।। হাট চলে ঈদের দিন (২১ জুলাই) সকাল পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন